Tahsan এমন কাওকে খুজে পাওয়া মুশকিল হবে যে তাহসানকে চিনেনা। আর এমন কোনো মেয়েকে খুজে পাওয়া মুশকিল হবে যে, তাহসানকে নিয়ে স্বপ্ন দেখেনি। এর কারন হলো তাহসানের গাওয়া গান।
তবে অভিনেতা হিসিবেও তাহসান সমান পরিমানে জনপ্রিয়।
আজকে আমি আপনাদের সাথে তাহসানের গাওয়া একটি গান শেয়ার করলাম......
কে তুমি? কেনো এখানে?
কেনো এতোদিন পরে?
পেছনে ফিরে দেখো তুমি,
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বলো কেনো,
ভয় পেয়েছো কি, নাকি অরতি?
জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ?
ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো
জমে আছে কত কথা ভুল করে বলে দিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালোবাসি কেনো যে তোমায়,
হবেনা আর কখনও বোঝা।
জানেনা যে কেউ আমি অবতার
সমাজের চোখে শুধু তিরস্কার
ধ্বংস করে দিয়ে সে সংস্কার
পূরণ করেছো দেরিদার সৎকার
জানি প্রতিটা মুখপাঠ্য অন্তস্থ
জানি বায়বীয় জগতে যে আমারই থাকো
তবে চোখ মেলাতে কি বিরোধ?