Tuesday, 14 June 2016

Tahsan Khan


Tahsan এমন কাওকে খুজে পাওয়া মুশকিল হবে যে তাহসানকে চিনেনা। আর এমন কোনো মেয়েকে খুজে পাওয়া মুশকিল হবে যে, তাহসানকে নিয়ে স্বপ্ন দেখেনি। এর কারন হলো তাহসানের গাওয়া গান।
তবে অভিনেতা হিসিবেও তাহসান সমান পরিমানে জনপ্রিয়।
আজকে আমি আপনাদের সাথে তাহসানের গাওয়া একটি গান শেয়ার করলাম......

        কে তুমি? কেনো এখানে?
কেনো এতোদিন পরে?
পেছনে ফিরে দেখো তুমি,
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বলো কেনো,
ভয় পেয়েছো কি, নাকি অরতি?
জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ?
ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো
জমে আছে কত কথা ভুল করে বলে দিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালোবাসি কেনো যে তোমায়,
হবেনা আর কখনও বোঝা।
জানেনা যে কেউ আমি অবতার
সমাজের চোখে শুধু তিরস্কার
ধ্বংস করে দিয়ে সে সংস্কার
পূরণ করেছো দেরিদার সৎকার
জানি প্রতিটা মুখপাঠ্য অন্তস্থ
জানি বায়বীয় জগতে যে আমারই থাকো
তবে চোখ মেলাতে কি বিরোধ?

Zaheer Khan


Zaheer Khan is a former Indian cricketer who was a member of the Indian national cricket team from 2000 till 2014. He also played for Worcestershire in County Cricket and plays for Mumbai and Delhi Daredevils in Indian domestic cricket. Wikipedia
Born: October 7, 1978 (age 37),
Shrirampur

Sachin Tendulkar

Sachin Tendulkar And that is the reason why this victory is great, because different players have made contributions to the win......

Aamir Khan

Aamir Khan Humse door jaoge kaise, dil se hum mein bhulaoge kaise ... hum woh khushboo hai joh saason mein bastein hai, khud ki saason ko rok paoge kaise...........,

Shah Rukh Khan

Shah Rukh Khan  is a self-made and self-fed person coming from a ordinary family Background with no sources to Bollywood,no friends or relatives and still, he managed to create a charm which no other actor,ever can do.That surely means,that this man has something,something distinct from other actors.A huge international fan following,ultimately,he rules the world.